এতো লাল কেন? বলতে পারো?
যেদিকে তাকাই কেবল লাল আর লাল।
গোধূলি লাল, আসমান লাল জমিন লাল,
আছে রাজপথে কত লাল আরও।
কেন এতো লাল বলতে পারো?
মায়ের রক্ত লাল, গোলাপ ফুলটা লাল;
ভাইয়ের রক্ত লাল, বোনের রক্ত লাল,
ঊষার রবি লাল যেমন তরো।
এতো লাল কেন? বলতে পারো?
শিমুল পলাশ কৃষ্ণচূড়া ফুল লাল
ঝুমকো জবা লাল, সন্ধ্যাতারা লাল,
প্রিয়ার প্রোফাইল টা যে লাল আরও।
কেন এতো লাল? বলতে পারো?
পায়ের আলতা লাল, প্রিয়ার ঠোঁটে লাল
শহীদ মিনার বেদীতে লাল আর লাল,
সবুজের মাঝে বৃত্ত লাল আরও!
এতো লাল কেন? বলতে পারো?
আদূরে বোনের কপালে টিপ লাল
আমার উর্বশীর বিয়ের শাড়ি লাল,
তারই গায়ের ওড়না লাল আরও।
এতো লাল কেন? বলো বলো?
ফাগুনের ঝরে যাওয়া শিমুল লাল
অভিমানী প্রিয়ার মুখটা যে লাল
পঁচিশে মার্চ কত লাল হলো?
এতো লাল কেন? বলতে পারো?
পাক হানাদারের চক্ষু কত লাল
দেখেছি স্বৈরাচারীর চক্ষু লাল,
ভাষা আন্দোলনে লাল আরও!
এতো এতো লাল কেন কেন?
নায্য দাবির আবেদন করতে লাল
মাতৃভূমি স্বাধীন করতে যে লাল
চারিদিকে এতো লাল কেন?
সুবাসিত গোলাপ কেন লাল?
পুব আকাশে রঙ্ধনু কেন লাল?
জানো এই লালে প্রশান্তি আছে
যা হৃদয়ে থাকবে চিরকাল!!!