ই-লেখক বাংলা সাহিত্যকে পাঠকের সামনে তুলে ধরার চেষ্টায় যাত্রা শুরু করেছে। লেখক-পাঠকরাই আমাদের মূল শক্তি। বাংলাদেশে সম্পূর্ণ ব্যতিক্রমী সাহিত্য প্লাটফর্ম হিসেবে ই-লেখক এর লেখকদের নিজের পরিচিতি বাড়িয়ে তোলা ও প্রতি লেখার জন্য উপার্জনের সুযোগ করে দিচ্ছে। তাই আপনার যদি লেখালেখির হাত ভালো হয়ে থাকে, তাহলে ঝড় তুলুন কী-বোর্ডে, হয়ে উঠুন ই-লেখক।
প্রত্যেক লেখকেরই স্বপ্ন থাকে, একসময় তার বই প্রকাশিত হবে। পাঠক তার বই পরবে, আলোচনা-সমালোচনা করবে। কিন্তু নতুন লেখকদের জন্য এটা যেন শুধুই স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে ই-লেখক নিয়ে এসেছে ই-লেখক । Self Publishing প্রোগ্রাম। যার মাধ্যমে আপনি এই প্রোগ্রামের আওতায় প্রথমে ই-বুক এবং পরবর্তীতে বই প্রকাশ করতে পারবেন। বিস্তারিত জানতে ই-লেখক । Self Publishing এ দেখুন।
যারা সাহিত্য অনুরাগী আছেন, সাহিত্যকে ভালোবাসেন তাদেরকে সাহিত্য চর্চায় উৎসাহ দেয়ার লক্ষ্যেই আমাদের তরফ থেকে সামান্য কিছু উপহার দেয়ার জন্যেই লিখুন এবং আয় করুন প্রোগ্রাম চালু করা। আশা করি নতুন লেখকরা এতে সামান্য হলেও উপকৃত হবে।
শুধু মাত্র একটি লেখার মাধ্যমে ৫০-১০০ টাকা পুরস্কার জিতে নিন।
আপনি শুধু মাত্র একটি গল্প, কবিতা, উপন্যাস বা অন্যান্য সাহিত্য আমাদের ওয়েবসাইটে লিখবেন। ব্যস আপনার কাজ এতটুকুই।
সবচেয়ে ভালো যারা লিখবেন তাদের মধ্যে থেকে ৩ জন কে বেছে নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে ৩ টি পুরস্কার দেয়া হবে।
বিঃদ্রঃ – প্রতি দুই সপ্তাহ পর পর আমাদের এই প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতার ঘোষণা আমাদের ফেসবুক পেজ এ দেয়া হয়। বিস্তারিত জানতে ফেসবুক পেজ দেখুন।
কিভাবে লেখা পোস্ট করবেন তা জানতে এখানে ক্লিক করুন
আমাদের প্লাটফর্ম এ লেখলেখি করে মাসে ৫,০০০/- টাকা থেকে ১০,০০০/- টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
আপনি সারা জীবন লেখালেখি করে আয় করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আমাদের ওয়েবসাইটে ই-লেখক হিসেবে একাউন্ট করতে হবে। তারপর আমাদের লিখুন এবং আয় করুন প্রোগ্রামে আবেদন করতে হবে।
লিখুন এবং আয় করুন প্রোগ্রামে আবেদন করার পূর্বে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে।
বিঃ দ্রঃ উপরের শর্তাবলী আপনাকে যাচাই করার জন্য যেমন- আপনার লেখার মান কেমন, অন্য লেখকদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন, লেখালেখির প্রতি আপনি ডেডিকেটেড কিনা…..ইত্যাদি।
সব শর্ত মেনে আবেদন করার পর আপনার প্রোফাইল যাচাই-বাছাই করা হবে, এরপর আপনাকে জানানো হবে। এতে সর্বোচ্চ ১-৩ দিন সময় লাগতে পারে।
কিভাবে লেখা পোস্ট করবেন তা জানতে এখানে ক্লিক করুন
১। আপনার লেখাটি অবশ্যই নিজের লেখা হতে হবে। ঐ লেখা অনলাইনে অন্য কোথাও যেন প্রকাশিত না হয়। যদি আপনি অনলাইন থেকে কপি করে আমাদের কাছে জমা দেন, তাহলে তা বাতিল বলে গন্য করা হবে। তবে হ্যা, পুরোপুরি কপি না করে, উক্ত বিষয়ে ধারণা নিয়ে সৃজনশীল পদ্ধতিতে লিখে জমা দিতে পারবেন।
২। অশালীন, আক্রমণাত্মক বা ধর্ম বিরোধী কোন লেখা লিখলে তা বাতিল করা হবে।
৫। পরবর্তী মাসের ১ তারিখ সমস্ত প্রতিযোগীতার ফলাফল হিসাব করে বিজয়ী ঘোষণা করা হবে।
৬। মাসের ৫ তারিখ চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পুরস্কার প্রদান করা হবে।
যোগাযোগঃ
ফেসবুকঃ ই-লেখক
ইমেইলঃ admin@elekhok.com
সংযুক্তিঃ