নীতিমালা

আমাদের আদর্শ

বর্তমান বিশ্ব নতুনভাবে এগিয়ে চলেছে। এই নতুন বিশ্বব্যাবস্থায় এগিয়ে যেতে হলে সৃজনশীল চিন্তার প্রয়োজন। প্রয়োজন আধ্যাত্মিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক অগ্রগতি। আশার বিষয় হল অতীতের তুলনায় বর্তমানে তরুণ প্রজন্ম সমাজ বিনির্মাণে অধিক আগ্রহী। তরুণদের এই আকাংখাকে আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতার ভিত্তিতে সামাজিক অবদানে রুপান্তর করার মাধ্যমেই উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণ সম্ভব।

এ প্রেক্ষিতে “ই-লেখক” বর্তমান বিশ্বে এগিয়ে যেতে আধ্যাত্মিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

নীতিমালা

  1. কোন অশ্লীল লেখা, ছবি, ভিডিও পোস্ট করলে, বা  মন্তব্যে কোন অশ্লীল শব্দ, বাক্য, ছবি, ভিডিও ব্যবহার করলে, কোন ধরনের সুযোগ না দিয়ে তাকে বহিষ্কার করা হবে।
  2. কারো সম্পর্কে আজে-বাজে মন্তব্য বা কাউকে নিচু করে কোনো লেখা দেয়া যাবে না। কোনো লেখককে আঘাত করে কোন পোষ্ট বা মন্তব্য করা হলে প্রমাণ সাপেক্ষে পোষ্ট দাতা বা মন্তব্যকারী কে কোনো ধরনের সুযোগ না দিয়ে বহিষ্কার করা হবে।
  3. অন্যের লেখা বা ছবি কোন সুত্র ব্যতীত পোস্ট করা অপরাধ বলে গন্য করা হবে। যে কোন কপি পেস্ট উপযুক্ত রেফারেন্স ছাড়া এবং নিজের কোন বিশ্লেষণ ছাড়া পোস্ট হলে, পরবর্তীতে প্রমান পাওয়া গেলে তা মুছে ফেলা হবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে লেখককে বহিষ্কার করা হবে।
  4. যেকোনো ধরণের মন্তব্য, যার মর্মার্থ গঠনমূলক না হয়ে সংঘাত-প্রয়াসী / উস্কানিমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা সরিয়ে দেয়া হবে , কোন কোন ক্ষেত্রে লেখককে অপসারন করা হবে।
  5. কোন হত্যাকাণ্ডকে সমর্থন করা, ধর্মীয় অনুভূতিকে আঘাত করা, নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালানো হলে কোন নোটিশ ছাড়াই লেখা মুছে দেয়া হবে এবং সংশ্লিষ্ট লেখককে ব্লক করা হবে।
  6. ই-লেখক কতৃপক্ষ  মনে করলে অর্থহীন/বক্তব্যহীন/অযৌক্তিক লেখা অপসারণ করতে পারে।
  7. ভিন্ন মতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। গালাগালি পূর্ণ লেখা বা মন্তব্য বিনা নোটিশে মুছে দেওয়া হবে।
  8. কোন লেখার মাঝে কোন লেখক তার ব্যক্তিগত ওয়েবসাইটের লিংক দিতে পারবেন না।
  9. ই-লেখকে প্রকাশিত যে কোন লেখকের লেখার সকল দায়-দায়িত্ব লেখকের নিজের। ই-লেখক কোন দ্বায়-দায়িত্ব বহন করবে না।
  10. কপিরাইট আইনের প্রতি যত্নবান হতে হবে। কপিরাইট আছে এমন কিছু পোস্ট বা লিংক বিতরণ করা যাবে না । করলেও এ সম্পর্কিত যথাযথ নিয়ম মেনে চলুন। এই প্ল্যাটফর্মে কারো লেখা কপি পেষ্ট সম্পূর্ণ নিষিদ্ধ।
  11. ফেসবুকে নিজের ওয়াল ব্যাতিত অন্য কোন প্লাটফর্মে প্রকাশিত লেখা ই-লেখকে পোস্ট করা নিষেধ।

কপিরাইট প্রসঙ্গ

ই-লেখক এ প্রকাশিত সকল লেখা কপিরাইটের আওতাভুক্ত। ই-লেখক এ সকল লেখা পুনঃপ্রকাশ ও প্রচার (বাণিজ্যিক স্বার্থে) সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের লেখা পুনঃপ্রকাশ ও প্রচার করতে চাইলে উৎস হিসেবে লেখার লিঙ্ক প্রদান করতে হবে। এ ক্ষেত্রে লেখার শিরোনাম, লেখক ও মূল লেখায় কোন পরিবর্তন/সংযোজন/বিয়োজন করা যাবে না। ই-লেখক যদি কোন অনূদিত লেখার উৎস উল্লেখ করে থাকে তবে তাও পুনঃপ্রকাশিত প্রবন্ধে প্রদান করতে হবে।

Sign In/Sign Up Search Trending Add a post 0 Cart
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...

Cart
Cart updating

ShopYour cart is currently is empty. You could visit our shop and start shopping.