ই-লেখক । Self Publishing

ই-লেখক সেলফ পাবলিশিং কি?

ই-লেখক সেলফ পাবলিশিং এ আমরা নির্বাচিত লেখা গ্রহণ করে থাকি এবং সেখান থেকে ই-বুক প্রকাশ করে থাকি।

প্রথমেই আপনার লেখা আমাদের পাবলিশিং-এর শর্তগুলো পূরণ করে কি না চেক করুন। যদি শর্ত পূরণ করে তবে আপনি সেলফ পাবলিশিং- এ প্রথমে ই-বুক এবং পরবর্তীতে বই প্রকাশ করতে পারবেন।

আর যদি শর্ত পূরণ না করে, তবে আপনাকে আমাদের লিখুন ও আয় করুন প্রোগ্রামে স্বাগতম।

ই-লেখক সেলফ পাবলিশিং কেন?

প্রত্যেক লেখকেরই স্বপ্ন থাকে, একসময় তার বই প্রকাশিত হবে। পাঠক তার বই পরবে, আলোচনা-সমালোচনা করবে। কিন্তু নতুন লেখকদের জন্য এটা যেন শুধুই স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে ই-লেখক নিয়ে এসেছে সেলফ পাবলিশিং প্রোগ্রাম। যার মাধ্যমে আপনি ই-লেখক সেলফ পাবলিশিং- এ প্রথমে ই-বুক এবং পরবর্তীতে বই প্রকাশ করতে পারবেন।

ই-লেখক সেলফ পাবলিশিং-এর বিশেষত্ব

১. প্রতিটি বইয়ের কভারে ই-লেখক । Self Publishing ট্রান্সপ্যারান্ট আকারে লেখা থাকবে।

২. প্রতিটি বই প্রথমে ই-বুক আকারে প্রকাশিত হবে।

৩. সেলফ পাবলিশিং-এ দুই ধরনের চুক্তি করা যাবে।

এক. প্রোডাকশন সাপোর্ট

ই-লেখক এর ব্যানারে বইয়ের যাবতীয় প্রোডাকশন সম্পন্ন হবে। প্রোডাকশন শেষে সকল বই ই-লেখকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

দুই. প্রোডাকশন এন্ড সেলস সাপোর্ট

ই-লেখক এর ব্যানারে বইয়ের যাবতীয় প্রোডাকশন সম্পন্ন হবে। প্রোডাকশন শেষে ই-লেখক এর ওয়েবসাইট এ ই-বুক আকারে প্রকাশ করা হবে এবং ই-লেখক এর নির্ধারিত মূল্যে বিক্রয় করা হইবে। লেখককে প্রতি মাসের সেলসের ৭০% এমাউন্ট পরের মাসের ৫ তারিখে পরিশোধ করা হবে। [ ex: ফেব্রুয়ারি মাসে যা সেল হবে, মার্চের ৫ তারিখ পরিশোধ করা হবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।]

প্রোডাকশন এন্ড সেলস সাপোর্টের সুবিধা

  • ই-লেখক এর ওয়েবসাইটে ‘store.elekhok.com’ নামক ঠিকানায় সকল বইয়ের তালিকা থাকবে। যেখান থেকে পাঠক বই সম্পর্কে জানতে পারবেন, কিছু অংশ পড়ে দেখতে পারবেন, রিভিউ লিখতে পারবেন এবং অর্ডার করতে পারবেন।
  • সকল অনলাইন বুকশপে বইটি পাওয়া যাবে, তাদের ওয়েবসাইটে এন্ট্রি করা হবে।
  • সোশ্যাল মিডিয়ায় ই-লেখক এর অফিশিয়াল হ্যান্ডেলে প্রচারণামূলক পোস্ট করা হবে।

আরো জিজ্ঞাসা

ফাইল কীভাবে পাঠাব?

admin@elekhok.com এ প্রোপোজাল পাঠাতে হবে। সাবজেক্টের ঘরে ‘লেখক-বইয়ের নাম-সেলফ পাবলিশিং প্রস্তাবনা’ দিতে হবে। [ex: ইমনের ‘কালোরাত’ সেলফ পাবলিশিং প্রস্তাবনা]

প্রোপোজালে যা পাঠাবেন:
১. বইয়ের সারাংশ
২. সূচিপত্র
৩. লেখকের সংক্ষিপ্ত পরিচিতি
৪. বই থেকে যেকোনো একটি অধ্যায়

আমাদের রিভিউ টিম আপনার প্রোপোজাল গ্রহণ করে মতামত জানালে আমরা সাধারণত ৩-১৫ দিনের মধ্যেই সরাসরি লেখক সাথে যোগাযোগ করি।

Sign In/Sign Up Search Trending Add a post 0 Cart
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...

Cart
Cart updating

ShopYour cart is currently is empty. You could visit our shop and start shopping.