কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুরআকুল হইল প্রাণ, নাচিল ধমনী।কি মধুর আযানের ধ্বনি!আমি তো পাগল হয়ে সে মধুর তানে,কি যে এক আকর্ষণে, ছুটে যাই
কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুরআকুল হইল প্রাণ, নাচিল ধমনী।কি মধুর আযানের ধ্বনি!আমি তো পাগল হয়ে সে মধুর তানে,কি যে এক আকর্ষণে, ছুটে যাই
দিন যায়, যায় রাতদিনে দিনে বাড়ে জীবনের উৎপাতবাড়ে জঞ্জাল যন্ত্রণা সংঘাত। বাড়ে প্রেম ভালোবাসাহৃদয়ের টান, স্বজন-পরিজনের আকুতি আকাঙ্ক্ষা। দায়িত্ব বাড়েবাড়ে পিছুটানহিসাবের খাতা বড় হয় বাড়তেই থাকে সবকিছু। শুধু কমে জীবনের
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?এখনো তোমার আসমান ভরা মেঘে?সেতারা, হেলাল এখনো ওঠেনি জেগে?তুমি মাস্তলে, আমি দাঁড় টানি ভুলে;অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?দীঘল রাতের শ্রান্তসফর শেষেকোন দরিয়ার