এমন মৃত্যুর মূখে
আমি মাথা পেতে দেব বারবার,
এমন মিছিলের কাছে আমি ছুটে ছুটে যাবো হাজার বার,
এমন মিছিলের কাছে আমি গগনবিদারী স্লোগানে মুখোর হবো লক্ষ বার।
পদাঘাতে আমি কাঁপাবো তোমার রাজপথ,
কাঁপাবো তোমার মসনদ,
উপড়ে নেব তোমার রক্তচক্ষু,
ভেঙ্গে চুরমার করে দেব তোমার দূর্ভেদ্য দূর্গ,
পুড়িয়ে ছারখার করে দেব তোমার
তোমার নগ্ন বুকে চড়ে বসে
হ্যাঁচকা টানে ছিঁড়ে আনবো তোমার
রক্তলালায় ঝুলে পড়া লাল টকটকে জিভ।
জমকালো মেঘ বিদীর্ণ করে নতুন সূর্য ছিনিয়ে আনবো আমি বারবার।
ছিনিয়ে আনবো একটি শিশুর সুনিশ্চিত ভবিষ্যৎ,
দু মুঠো ভাত,
দু দন্ড আশ্রয়,
আর নাগরিক অধিকার।