জানি না কেন সন্ধ্যা হলেই
মাথাব্যথাটা যেন গাঢ় হয়,
নিজের অজান্তেই সব ভুলে
বসে যাই দুঃখবিলাস করতে।
মাথার ভিতর অদেখা যন্ত্রণাগুলো
মনে হয় খুবলে খাচ্ছে আমায়,
হতচ্ছাড়া ঝিঁঝিঁপোকা গুলোও
মনের সুখে শব্দের ভীড় জমায়।
হাসনাহেনার তীব্র গন্ধ তখন
অসহ্য লাগে আমার,
জোনাকির আলোয় মনে হয়
চোখ জ্বলে পুড়ে ছারখার।
ঘর অন্ধকার করে বসে থাকি
বুঝতে শিখি বাস্তবতা,
দুঃখবিলাস করতে করতে কখনো
লিখে ফেলি কিছু কবিতা।