দিন যায়, যায় রাত
দিনে দিনে বাড়ে জীবনের উৎপাত
বাড়ে জঞ্জাল যন্ত্রণা সংঘাত।
বাড়ে প্রেম ভালোবাসা
হৃদয়ের টান, স্বজন-পরিজনের আকুতি আকাঙ্ক্ষা।
দায়িত্ব বাড়ে
বাড়ে পিছুটান
হিসাবের খাতা বড় হয়
বাড়তেই থাকে সবকিছু।
শুধু কমে জীবনের দৈর্ঘ্য
তার আগে শরীরের রঙ
ক্ষয়ে ক্ষয়ে স্ফীত কোনঠাসা
বিশুদ্ধ বিবর্ণ হয় চলাচল।
জীবন যেন ধূসর পান্ডুলিপি।
হুমায়ূন কবীর ঢালী