স্বাধীনতা যদি তোমার জন্যই ছিল এত রক্ত,
তবে আজ কেন হাহাকার বাংলা, রক্তাত্ব।
যদি বায়ান্নর ভাষা আন্দোলনে ছাএরাই ছিল রাজপথে,
তবে আজ ২৪ শে কেন শুয়ে আছে লাশ রাস্তাতে!
যদি উনসত্তরের গনঅভ্যুত্থান লেখা হয় আসাদের রক্তে,
তবে আজ কেন গুলি ছোড়ে আমার ভাই বোনের বুকে।
যদি মুক্তির সংগ্রামে শিক্ষার্থীরাই ছিল অগ্রগামী,
তবে আজ কেন ভীর জমে আহত শিক্ষার্থী দেখতে।
যদি ৭ই মার্চে বঙ্গবন্ধুর বর্জ্যধ্বনিতে জাগরিত হয় প্রতিটি হল,
তবে আজ কেন সেই হলেই বদ্ধ রক্তাত্ব লাশের গন্ধ।
যদি সম্মান বাঁচাতেই বোনদের এত ত্যাগ,
তবে আজ কেন সেই বোনের উপরই হচ্ছে লাঠিচার!
যদি মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা পেতে,
তবে আজ কেন সেই স্বাধীনতাই আঘাত হানে।
যদি লক্ষ মানুষ শহীদ হলো রাজাকার তাড়াতে,
তবে আজ কেন সেই বাংলার বুকে প্রস্ফুটিত জাতিকেই ঘোষণা দেওয়া হয় রাজাকার বলে!
তবে এ কেমন মুক্তি!!
অধিকার চাওয়াতেই যেখানে রক্তাক্ত জাতি।
তবে কি স্বাধীনতা তুমি আজ পরিবর্তিত সঙ্গায়,
তবে কি আজও আমরা অবরুদ্ধ বাংলায়?