আমি দেখি নি ঐ রক্তাক্ত আমার ৫২ কিন্তু দেখেছি শতাব্দীর ২৪!
আমি দেখি নি ৫৪ এর সামরিক সংঘাত কিন্তু দেখেছি শতাব্দীর ২৪!
আমি দেখি নি ৬২ এর শিক্ষা আন্দোলন কিন্তু দেখেছি শতাব্দীর ২৪!
আমি দেখি নি ৬৬ এর ৬ দফা আন্দোলন কিন্তু দেখেছি শতাব্দীর ২৪!
আমি দেখি নি ঐ ৫৮ এর সংঘাত কিন্তু আমি দেখেছি শতাব্দীর ২৪!
আমি দেখি নি ৬৯ এর গণঅভ্যুত্থান কিন্তু দেখেছি শতাব্দীর ২৪!
আমি দেখি নি অসহযোগ আন্দোলন কিন্তু দেখেছি শতাব্দীর ২৪!
আমি দেখি নি জীবন মরন পণ করা ৭১ কিন্তু দেখেছি শতাব্দীর ২৪!
আমি কখনো দেখি নি ঐক্যের শক্তি কিন্তু দেখেছি শতাব্দীর ২৪!
আমি কখনো দেখি নি একসাথে এত মৃত্যু কিন্তু দেখেছি শতাব্দীর ২৪!
কখনো শুনি নি এত সাউন্ড গ্রেনেড, গুলির শব্দ, হে শতাব্দীর ২৪!
কখনো দেখি নি এত নৈরাজ্য, এত আগুন,এত ধ্বংস হে শতাব্দীর ২৪!
কখনো দেখি নি এত দুঃসাহসিক অভিযান কিন্তু দেখেছি শতাব্দীর ২৪!
কখনো দেখি নি এমন যোগাযোগহীনতা আধুনিক যুগেও,হে শতাব্দীর ২৪!
আমি গর্বিত আমিও এখন শিক্ষার্থী,প্রতক্ষ্যদর্শী,সাক্ষী,
হে শতাব্দীর ২৪!
আমিও গর্বিত শরিকদার,আমিও সহমত,আমিও আছি,
হে শতাব্দীর ২৪!