করছে গুলি ফুটছে বোমা
রাজপথে পোড়া লাশ,
লেখাপড়া গোল্লায় গেছে
প্রশ্ন হয়েছে ফাঁস।
স্বদেশ আমার কলঙ্কিত
চোখে আসে জল,
মির্জাফর সব দেশের শত্রু
চাটুকারের দল।
ছেলেহারা মায়ের কাঁদন
সহ্য করা দায়,
আর্তনাদে কাঁদছে এ’ দেশ
শত্রু ডানে-বায়।
রব উঠেছে সারা দেশে
ন্যায়ের নিশানা নিয়ে,
স্বাধীন বাংলা স্বাধীন রাখতে
জীবন যাবো দিয়ে।
বন্দি জীবন চাই না আমি
বলছি কবি স্বপন,
যুদ্ধে যাবো নতুন করে
লাগলে দেবো জীবন।