জীবন অতি সস্তা কেন
বুলেটে যায় প্রাণ
যখন তখন এই রাজপথে
সুখের হাসি ম্লান।
রক্তে কেনা স্বাধীনতা
নির্বাক কেন আজ?
আর কতটা প্রাণ ঝরিলে
ফিরবে সবার লাজ?
নীল আকাশে মায়ের রোদন
ঐ যে শোনা যায়
সন্তান হারা মায়ের হাসি
মেঘেতে মিলায়।
বুক চিতিয়ে ভাইটা আমার
রক্ত ঢেলে দেয়
বুলেট ছুঁড়ে হায়েনার দল
প্রাণ টা কেড়ে নেয়।
গগণভেদী আর্তনাদ তাঁর
ছিঁড়ে পাষাণ বুক
শিমুল শাখে শকুন সখে
বিশ্ব আজি মূক।
শকুন চালে অবুঝ ছেলে
লাল ইটে ঘেরা
কুটকৌশলে সন্ধি করতে
চালায় নীল জেরা।
শত শত প্রাণের খেলায়
বুকে ব্যাথার বীণ
ভাইয়ে বোনে রক্ত দিলো
কেমনে শুধবো ঋণ।
রাজপথে আজ লাশের ভীড়ে
সন্তান খোঁজে মা
স্বাধীনতা কোথায় ওহে
বিশ্ব দেখে যা।
স্বাধীন দেশে অধিকার আজ
সোনার হরিণ ভাই
বারে বারে দেশের ভাই বোন
রক্ত দিচ্ছে তাই।
আর কতকাল ঝরবে রক্ত
সত্যি করে বল
লজ্জা শরম নাই কি তোদের
ও শকুনের দল?
তারিখ : ৩০/৭/২০২৪ ইং