নীল আকাশে মেঘ জমেছে

elekhokকবিতা7 months ago4 Views

নীল আকাশে মেঘ জমেছে
ভয়ে আত্মহারা
বাংলা মায়ের চোখের কোণে
জলের শান্তধারা।
ঘুম আসে না রাত্রি জেগে
মায়ের ক্রন্দন শুনি
অচীন ভয়ে বুকটা কাঁপে
কোথায় দিনমণি?
কালো মেঘের আড়ালে আজ
চাঁদের কিরণ ঢাকা
ভাই হারানো বোনের বুকে
ব্যাথার চিত্র আঁকা।
মায়ের মুখে দুখের হাসি
মেঘের কোলে ভাসে
নীল আঁচলে মুখ টা ঢেকে
চোখের জলে ভাসে।
সোনা মানিক রতন আমার
নায্য দাবির আশায়
মায়ের নোলক ছিন্ন করে
যায় লুটিয়ে রাস্তায়।
নির্বিচারে গুলি ছোঁড়ে
নিঠুর হৃদয় মনে
হাজার হাজার লাশের ভীড়ে
ভাই কে খুঁজে বোনে।
মেঘেরা সব জটলা পাকায়
আসবে নেমে আঁধার
দামাল ছেলে এক হয়ে সব
রুখো দুখের পাথার।
কাব্য লেখা থেমে গেছে
পায়না খুঁজে ভাষা
কবি সাহিত্যিক নির্বাক আজ
দেখে শিশুর দশা।
মায়ের স্তন শুকিয়ে গেছে
যায় না মুখে অন্ন
হায়েনার দল বেজায় খুশি
একটি লাশের জন্য।
শকুনের দল শিমুল শাখে
মারবে হয়তো থাবা
মায়ে সুধায় ছেলের তরে
বাইরে যাসনে বাবা!
নীল আকাশে মেঘ জমেছে
সারস লুকায় বনে
সাপ বিচ্ছুরা অঢেল ঢলে
ভাসবে আপন মনে।

Leave a reply

Loading Next Post...
Sign In/Sign Up Search Trending Add a post 0 Cart
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...

Cart
Cart updating

ShopYour cart is currently is empty. You could visit our shop and start shopping.